নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন সমুহে চলছে বর্ধিত কর্মী সভা। তারি ধারা বাহিকতায় মামুদনগর ইউনিয়নে বর্ধিত কর্মী সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকেলে মামুদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।
মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো, আব্দুল আলীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিসের, অ্যাড. আজহার উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস ছবুর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামালসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার পাকুটিয়া, ভাড়রা পূর্ব ও ধুবড়িয়া স্বস্বইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আহসানুল ইসলাম টিটু এমপি।