নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসে নৌকা প্রতীকের সমর্থকদের বাধার মুখে পড়েন বলে জানা গেছে। ঘটনার সময় নৌকার সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লে সংসদ সদস্য খোকা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন এবং নৌকার প্রার্থী কায়সার হাসনাতের সাথে কথা বলবেন বলেও জানান। এতেও ক্ষান্ত হয়নি নৌকার সমর্থকরা। তারা দফায় দফায় তেড়ে এসে মারধরের চেষ্টা করে লাঙ্গলের সমর্থকদের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সোনারগায়ের হরিহর পাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাপার প্রার্থী লিয়াকত হোসেন খোকা উপজেলার হরিহর পাড়া এলাকায় প্রচারণায় আসলে সেখানে নৌকার ক্যাম্পে থাকা সমর্থকরা উচ্চস্বরে মাইক বাজিয়ে নৌকার পক্ষে শ্লোগান দিতে থাকে। তাদের মাইকের শব্দ কম করার আহবান জানালে তারা লাঙ্গলের সমর্থকদের উপর চড়াও হয়। সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এসময় নৌকার সমর্থকদের নিবৃত করার চেষ্টা করেন এবং বলেন, আমি নৌকার প্রার্থী কায়সার হাসনাতের সাথে কথা বলবো। তোমরা বাড়াবাড়ি করো না। জনগন যাকে ভোট দিবে ০৭ তারিখ সেই জয়ী হবে। এভাবে প্রচারণায় বাধা দিয়ে কেউ বিজয়ী হতে পারবেনা।
এসময় সাধারণ জনতার অনেকে বলেন, নির্বাচনের জয় পরাজয় এখনো বহুদুর। এরই মাঝে কায়সার হাসনাতের সমথর্করা পেশীশক্তি ব্যবহার করছে, সুষ্ঠু নির্বাচনে বাধার সৃষ্টি করছে, যা কখনো বাঞ্ছনীয় নয়। এরা জয়ী হলে তো সোনারগায়ের মানুষের ঘুম হারাম হয়ে যাবে।
এর আগে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত সময়ে নিজের উন্নয়নের কথা তুলে ধরে ভোট চান লিয়াকত হোসনে খোকা। এলাকার ভোটাররাও তাকে স্বাগত জানায়। ভোটাররা এসময় বলেন, আপনার ভোট চাইতে হবে না। বিগত সময়ে আপনি যে উ্ন্নয়ন করেছেন তার জন্য আমরাই আপনার জন্য ভোট চাইবো, লাঙ্গল মার্কায় ভোট দিবো। অনেকে বলেন, আমরা চাইনা সোনারগায়ে পুনরায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠুক, তাই আমাদের ভোট লাঙ্গল মার্কায়ই দিবো।