ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
১৪ বছরে ২৮৬ টি বিয়ে করে রেকর্ড গড়ে আলোড়ন তোলা লালমনিরহাটের জাকির হোসেন রাব্বি (৪৩) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু বরণ করেছেন।গত শনিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ইনচার্জ যতীন কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রয়েছে।
কারাবন্দী জাকির হোসেন রাব্বি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের পনির হোসেনের পুত্র।উল্লেখ্য,মিরপুরের এক নারীর করা ধর্ষণ মামলায় গত ২০১৯ সালে জাকির হোসেন রাব্বিকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
পরে তাকে রিমান্ডে নিলে জবানবন্দিতে জানতে পারে তিনি শুধু র্ধষণই নয় ১৪ বছরে ২৮৬ টি বিয়ে করেছেন!
জাকির হোসেন রাব্বিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শফিকুল জানান,গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়। পরে সে সুস্থ হলে আবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর, গত বৃহস্পতিবার কারাগারে পুনরায় অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেলে আনা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।উল্লেখ্য,পুলিশের হাতে গ্রেফতারের পর জাকির হোসেন রাব্বি ১৪ বছরে ২৮৬ টি বিয়ে করে রেকর্ড গড়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ঐ সময়ে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে তার পরিচয়ে জানা যায় যে তার বাড়ি লালমনিরহাটে।
সেসময় সারাদেশেসহ লালমনিরহাটেও বিষয় টা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।