ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
আজ ১১ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২০২৪ প্রথম ম্যাচ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ক্রিকেট উপ কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান নয়ন, জেলা ক্রিকেট কোচ জিকরুল ইসলাম ফাতেমী, জেলা ক্রীড়া সংস্থা সদস্য গোলাম নবী বাবুসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে সাথে নিয়ে কবুতর উড়িয়ে ক্রীকেট লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন।