লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য চলবলা এক নং ওয়ার্ড, বাংলাদেশ পুজোর উৎযাপন পরিষদ চলবলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চলবলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।।
বিপুল চন্দ্র বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে চলবলা ইউনিয়ন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪৩১ সমাগত। বাংলা নতুন বছরে দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। পহেলা বৈশাখ মানেই হচ্ছে, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলা। ব্যর্থতার সকল গ্লানি মুছে দিতেই প্রতি বছর নতুন আঙিকে আসে পহেলা বৈশাখ।