অর্পিতা দেব স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলা অধীনস্থ সারপুকুর ইউনিয়নে সারপুকুর যুব ফোরাম পাঠাগারে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের আয়োজনে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও লালমনিরহাট জেলার সভাপতি মো: জামাল হোসেন জাতীয় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল রায় লেখক ও সদস্য, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন সুনীল কুমার সূত্রধর সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান,আদিতমারী সরকারি কলেজ, উপদেষ্টা বাংলাদেশ তরুণ লেখক পরিষদ লালমনিরহাট জেলা শাখা। সভাপতিত্ব করেন মোঃ জামাল হোসেন, সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ লালমনিরহাট জেলা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার কবি সাহিত্যিক, লেখক ও সাংবাদিক অর্পিতা দেব সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ ও সারপুকুর যুব ফোরাম পাঠাগারের শিক্ষার্থীবৃন্দ। এবারে অমর একুশে বইমেলা -২০২৪ এ পূর্বা প্রকাশনী হতে “বর্ষায় বসন্তের ফুল” কাব্য গ্রন্থটি প্রকাশিত হওয়া গ্রন্থটির লেখক কবি সাহিত্যিক অর্পিতা দেব কে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ থেকে অভিনন্দন পত্র প্রদান করা হয়। এসময় কবি অর্পিতা দেব তার বই সম্পর্কে বলেন বর্ষায় বসন্তের ফুল বইটিতে স্থান পেয়েছে আমার স্বরচিত ৫০ টি কবিতা। একেকটি কবিতা একেক রকম স্বাদ প্রদান করবে আপনাদের হৃদয়ে। প্রেম, প্রকৃতি, প্রতিবাদ কোনোটাই বাদ যাবে না কাব্য গ্রন্থের কবিতা গুলোর মাঝে। একেকটি একেকরকম অনুভূতি দিবে আপনাদের। একে একে প্রত্যেকের বক্তব্য শেষে লালমনিরহাট জেলার সভাপতি মো: জামাল হোসেন কে জাতীয় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় ক্রেস্ট হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে। এসময় আরো একটি ক্রেস্ট প্রদান করা হয় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আশিকুল কায়েস কে তবে তিনি উপস্থিত না থাকায় তার হয়ে ক্রেস্ট গ্রহন করেন নীলফামারী জেলার সভাপতি নির্মল রায়। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলার নৃত্যশিল্পী শিব সুন্দর বর্মণ।জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারপুকুর যুব ফোরাম পাঠাগারের শিল্পীরা এরপর কেক কেটে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং পরে গান, নাচ,কবিতা আবৃত্তি ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দুপুরে সবার জন্য পান্তা ভাত ও সাথে শুটকি ভর্তা, বাদাম ভর্তা,আলু ভর্তা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।