শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরে দেশের অন্যতম সাহায্য-সংস্থা ইউসেফ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে নগরীর টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসেপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্য অধ্যাপক তহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী সাবেক মূখ্য সচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক আব্দুল করীম, ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর প্রতীক নিয়ামত উল্লাহ ফাতেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান, শিল্পডতি মোস্তফা সেলিম বেঙ্গল, ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাহী পরিচালক সামসুর রহমান কোয়েলসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারাদেশে যখন শিক্ষিত বেকারের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন ইউসেপ বাংলদেশ কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে কিভাবে মানুষকে সাবলম্বী হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউসেপ বাংলাদেশ রংপুরের যুব সমাজকেও কারিগরি ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করে সিটি কর্পোরেশনসহ সরকারকে সহায়তা করছে। আলোচনা সভা শেষে কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ###