1. deb442784@gmail.com : Arpita Ded : Arpita Ded
  2. support@dailyhellobangladesh.com : dailyhellobangla :
  3. mdfarukhossain096@gmail.com : faruk faruk : faruk faruk
  4. faruksurjo79@gmail.com : farukahmed Ahmed : farukahmed Ahmed
  5. fojoluddin77@yahoo.com : MdFojluuddn Uddin : MdFojluuddn Uddin
  6. jssksngo@yahoo.com : Mist. Jahanara Jahanara : Mist. Jahanara Jahanara
  7. mafazzalali24@gmail.com : Mafazzal Ali : Mafazzal Ali
  8. somratmr71@gmail.com : Md somrat Md somrat : Md somrat Md somrat
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। - দৈনিক হ্যালো বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া।

দৈনিক হ্যালো বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার পলাশবাড়ীতে মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে পলাশবাড়ী পৌর শহরে সন্ধ্যার পর হতে প্রায় দেড় ঘন্টা ধরে বিএনপি জামায়াত ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ, ইটপাককেল নিক্ষেপ,বিএনপি নেতাকর্মীদের দোকান, বসতবাড়ী,ব্যক্তিগত চেম্বার ভাংচুর, বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ এর ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়গানেষ্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা যায়। অতিতের শিক্ষা থেকে এসময় থানা পুলিশের নিরব ভূমিকায় পলাশবাড়ীবাসী বড় ধরণের হতাহতের ও সহিংসতা হতে রক্ষা পেয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

২০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কে ঘিরে উভয় দলের নেতাদের মধ্যে পক্ষে বিপক্ষে তর্ক বির্তক হওয়ায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সূত্রপাত হয়। পরে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে চৌমাথা মোড়ে ঘটে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। গোটা পৌর শহর অন্ধকার হয়ে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ প্রান ভয়ে এদিক সেদিক ছুটে গিয়ে নিজেদের রক্ষা করে। দীর্ঘ সময় ধরে চলে এ সংঘর্ষ এতে সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশীয় অস্ত্রহাতে চৌমাথা মোড়ের রংপুর-ঢাকা মহাসড়কে ,পৌর শহরের কালীবাড়ী হাটসহ গুরুত্বপূর্ন মোড় গুলো মহড়া দেয় বিএনপি-জামায়াতের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। এতে সন্ধ্যার পরে পৌর শহরের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংবাদিকদের জানান, বর্তমানে পুলিশ ও সেনাবাহীনির টহল জোরদারের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জামায়াত নেতা রাহিদুল ইসলাম বাবু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর হতে পরিষদ পরিচালনায় অন্যান্য ইউপি সদস্যদের মুল্যায়ণ না করায় ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। এবিষয়টি জানতে পেরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু ও তার লোকজন ইউপি সদস্যদের নিকট জোড় পূর্বক অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে স্বাক্ষর গ্রহন করে। এবিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক পন্থী ইউপি সদস্যগণ। অপরদিকে ইউপি সদস্যদের বক্তব্য মিথ্যা দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু গং। এরপর গত ১৯ নভেম্বর মঙ্গলবার ৮ জন ইউপি সদস্য পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থা প্রস্তাবসহ একটি অভিযোগ দাখিল করেন। এ বিষয়টি নিয়ে উপজেলা পরিষদে আলোচনাকালে উভয় পক্ষের মাঝে তর্ক বির্তক হওয়ায় ঘটনায় পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের রুপ নেয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক হ্যালো বাংলাদেশ © গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY Daily Hello Bangladesh
Bengali BN English EN