রাজশাহী ব্যুরোচীফঃ
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় থানা পুলিশ কর্তৃক একাধীক এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পাকুড়িয়া ইউনিয়ন এলাকায় টাকা দ্বারা প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৪ সেট ডন প্লেইং কার্ড (তাস), নগদ ২০১৫/- টাকা উদ্ধার করা হয়।এই সংক্রান্তে বাঘা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়ারুদের নাম মোঃ হান্নান মুন্সি(৪৫), পিতা-মৃত জলিল মন্ডল গ্রাম- আলাইপুর (মহাজনপাড়া), মোঃ সুজন আলী(২৬), পিতা-মোঃ আকরাম আলী (মহাজনপাড়া) , মোঃ রাহাত আলী(৪০), পিতা-মৃত উম্মর আলী হরিরামপুর (খান্দারপাড়া) , মোঃ ইন্নাল আলী(৩৮), পিতা-মোঃ শামসুল হুদা (খান্দারপাড়া) , মোঃ আব্বাস আলী(৩৩), পিতা-মৃত আব্দুল গফুর , ভানুকর (চরপাড়া), মোঃ আতিকুর রহমান(২৬), পিতা-মৃত কাজিমুদ্দিন (চরপাড়া),মোঃ রাশেদ আলী(৩৩), পিতা-মোঃ বিচ্ছাদ আলী (মাদ্রাসা মোড়), মোঃ শিমুল(৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস (মাদ্রাসা মোড়)বাঘা থানাধীন।
এছাড়াও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং ০১ জন জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোট ০২ জন আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বলেন, বাঘা থানাধীন এলাকায় প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় হাতে নাতে টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। জিআর ভুক্ত ০২ জন আসামীসহ গ্রেফতারকৃত সর্ব মোট ১০ জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।