লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ৬ বছর পর লালমনিরহাট জেলা মহিলা আওয়ামীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এডভোকেট সুফরা বেগম রুমিকে সভাপতি এবং মোহসেনা বেগম মিনাকে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে জেলা পরিষদ কাম কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন,সাবেক সংসদ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীগের সভাপতি।অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ,প্রধান বক্তা ছিলেন মাহমুদা বেগম কৃক,সাধারন সম্পাদক মহিলা আওয়ামীলীগ।এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি সাফিয়া খাতুন আর সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক নতুন কমিটি ঘোষনা করেন।