এম মনিরুজ্জামান, পাবনা:
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
“প্রতিপাদ্যকে সামনে রেখে,
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, জাতীয় যুব দিবস ও যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে জাতীয় যুব দিবসে ৮ যুবকের মধ্যে ৩ লাখ ৪০ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।স্বাগত বক্তব্য দেন, নাজমুল হোসেন।আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডাঃ কানিজ ফারজানা প্রমুখ।এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও যুবক যুবতী উপস্থিত ছিলেন।