তাং১১/১১/২০২২,খ্রীঃ
বাঁইচা থাকতে বাড়ি গাড়ি
কার কতো সুনাম,
মইরা গেলে হইবিরে লাশ
নাই তো কোন দাম।
আমার আমার করলি সবি
আমার কিছু নয়,
পরের ভাবনা ভেবে ভেবে
করলি জীবন ক্ষয়।
দম ফুরাইলে যাবি শ্মশানে
কবর হবে ধাম।
মহাজনের পুঁজি নিয়া
করলি সব সাবাড়,
তোর ক্ষুধা মিটাবে আগুন
মাটি হবে খাবার।
নিজের ভালো বুজলি শুধু
জীবন হলো বৃথা,
টাকা পয়সা নিবেনা পারে
শুনবেনা তো কথা।
ধনের পাহাড় যতই গড়িস
ভুলে যাবে নাম।