শ্যামলি আক্তার আদুরী(২৫),গরীব অসহায় ভ্যানচালক বাবার একমাত্র কন্যা।অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ।মানসিক সহ মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত বিগত ১৩ মাস যাবৎ।জীর্ণ শীর্ণ দেহ নিয়ে পরে আছে বিছানায়, কথা বলতে পারেনা,খাইতে পারেনা, দাঁড়াতেও পারে না। ডাঃ বলেছে উন্নত চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মেয়েটি। যার ব্যয় ভার বহন করা সম্ভব নয় সহায় সম্বলহীন এ পরিবারের। এ জন্য সকলের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে দুঃস্থ পরিবারটি।।
অনুরোধ ক্রমে,,
মো.কমর উদ্দিন,পিতা মো.সেকেন্দার আলী।
হররাম শংকর বাজার,চাপারহাট,কালীগঞ্জ,লালমনিরহাট।
মোবাইলঃ-০১৭৪০-৯১৩৩৬১