তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি
মানসম্মত শিক্ষা, কম খরচ ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশের জন্য আস্থার ঠিকানায় পরিণত হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর বড়াল ক্যাডেট স্কুল।স্কুলটি ২০১৯ সালে নুরুজ্জামান নাইম খানের তত্বাবধানে ও পরিচালনায় আড়ানী মাস্টারপাড়ায় গড়ে তুলেছেন বড়াল ক্যাডেট স্কুল।
স্কুলের ছাত্র ছাত্রী দের অভিভাবক তাদের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, শিক্ষার মান ভাল বলেই এখানে তারা তাদের সন্তানকে ভর্তি করেছেন । শিক্ষকদের শিক্ষাদানের মানসিকতায় তারা অত্যান্ত খুশি।
তারা আরো জানান, এখানে শিক্ষার মান অনেক ভাল। এ কারণে অন্যকোথাও না গিয়ে সরাসরি এখানে আসেন তারা । ভালো শিক্ষা পাওয়ার পাশাপাশি এখানকার শিক্ষক ও কর্তৃপক্ষ সবাই খুব আন্তরিক। তাছাড়া এখানকার খরচ অন্য প্রায়ভেট স্কুল গুলোর তুলনায় অনেক কম। আমরা স্কুল কর্তৃপক্ষের কার্যক্রমে খুশি।
অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়াল ক্যাডেট স্কুল প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা দান দেওয়া হয়।
বিশেষ করে দরিদ্র পরিবারের সদস্য এই স্কুলকে খুবই পছন্দ করে। তার অন্যতম বিশেষ কারণ গুলো হচ্ছে দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে উপ-বৃত্তির সুব্যবস্থা। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত, দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রী দের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও মনোরম নিরিবিলি একটা পরিবেশ। দূর্বল ছাত্র ছাত্রী দের জন্য রিভিউ ক্লাসের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য সাপ্তাহিক ফ্রী চিকিৎসা সেবার সুব্যবস্থা রয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয় ।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ- মোঃ নুরুজ্জামান নাইম খান বলেন, আমি প্রতিনিয়ত অনুভব করি মানুষের আর্তনাদ, আহাজারি। জরুরী প্রয়োজনে কাছের মানুষকে পাশে পাই না, বর্তমানে সবার অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে। আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই। কারণ আমরা এমন এক সময় অতিক্রম করছি যেখানে প্রতিনিয়ত দ্রব্যমূল্য উদ্ধমুখী সারা বিশ্বজুড়ে। সাধারণ দিন মজুর থেকে শুরু করে মধ্যবিত্ত গরীব অসহায় পরিবারের কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নিয়েছি।
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, যতদিন বেঁচে থাকবো সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই, ভালো কাজ বেশি বেশি করতে চাই। জীবন তো একটাই মরতে হবে সবাইকে।