চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি নাজমুল হুদা সাকিল চাটখিল উপজেলার এক পরিচিত ও আলোচিত মুখ। ১৯৯১ ও ১৯৯২ইং সালে চাটখিল সরকারি কলেজের ভিপি ছিলেন। ১৯৯৪ইং সাল থেকে ২০২২ইং পর্যন্ত ২৯ বছর,দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সমস্ত কর্মকান্ড ও দায়িত্ব পালন করে আসছেন।নেতাকর্মীরা বলছে, নাজমুল হুদা সাকিল ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের একজন সৎ নিষ্ঠাবান ছিলেন। বর্তমানে ২০০৪ইং হইতে ২০২২ইং পর্যন্ত চাটখিল উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থাকার পর হইতে চাটখিলের রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় ভুমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগের বিদ্যমান সব নেতা কর্মীদের কাছে নাজমুল হুদা সাকিল (ভিপি সাকিল) এর রয়েছে গ্রহন যোগ্যতা। আওয়ামী লীগের দিক নির্দেশনায় মেনে-কাজ করে থাকেন নাজমুল হুদা সাকিল। সকালের কাছে দোয়া কামনা করেন।