মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে আগুনে পুরেগেছে রান্না ঘর। বুধবার(২৩ নভেম্বর)বিকালে উপজেলার সোনারং-টংঙ্গীবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহাদাৎ বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা শরিফ হাওলাদার জানান- শাহাদাৎ বেপারীর রান্না ঘরে আগুন লাগার সাথে সাথে গ্রামবাসিরা বালতি,মটর’র মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।শাহাদাৎ বেপারীর ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।টংঙ্গীবাড়ী ফায়ার ষ্টেশন(ভারপ্রাপ্ত) কর্মকর্তা কয়েছ আহম্মদ বলেন- অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি।আমরা যাওয়ার আগেই গ্রামবাসিরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।ধারনা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকেই এ আগুনের সূত্রপাত ঘটে।