তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি ।আ
গামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম পৌর এলাকা। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু কে বিজয়ী করার লক্ষ্যে কনকনে শীত উপেক্ষা করে দিন রাত এককরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানাযায়, বর্তমান প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু নৌকার মাঝি হওয়ার পর থেকেই প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ড এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে হার কাপানো শীতকে উপেক্ষা করে রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন সাবেক ছাত্রনেতা ও পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার। নিজ অর্থায়নে চালাচ্ছেন নৌকা মার্কার ক্যাম্পেইন। এছাড়াও নৌকা প্রতিকের পক্ষে পৌরসভার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভা, উঠান বৈঠক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করছেন দলীয় নেতা কর্মীদের সাথে।
এবিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নয়ন সরকার জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের বিবেচনা করবে জনগণ। বাঘা পৌর এলাকার জনগন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী যুবনেতা শাহিনুর রহমান পিন্টুকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। দেশ ও দশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৯ ডিসেম্বর পৌরবাসী সারাদিন নৌকা মার্কায় সমর্থন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি ভাইয়ের তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করবেন।
এছাড়াও তিনি আরো বলেন, এবার নৌকা প্রতিকের বিরোধিতা করতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক মেয়র আক্কাস আলী। তিনাকে ২০১৭ সালে জননেত্রী বাঘা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক দিয়ে মনোনীত করেছিলেন। উক্ত নির্বাচনে তিনি ব্যক্তিগত আচরণ ও অনিয়মের কারণে পরাজিত হয়েছিলেন। সেই নির্বাচনে তিনি অসংখ্য বার বিভিন্ন হাদিস এর উদাহরণ টেনে বক্তৃতায় বলেছিলেন নূহ নবীর নৌকা এই নৌকার বিরোধিতা কেউ করবেন না, কিন্তু আজ তিনি নৌকার বিরোধিতা করছেন। আপনারাই তার বিচার করুন!