হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
” নতুন বই সবাই নেব,লেখা পড়ায় মন দেব ” এই শ্লোগান কে সামনে রেখে, সিরাজগঞ্জে এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজে ছাত্র -ছাএীরা হাতে হাতে নতুন বই, পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। ১ লা জানুয়ারি ২০২৩ পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার (১ লা জানুয়ারি) সকাল ১১ টায় এস.বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ইংরেজি নববর্ষ ১ লা জানুয়ারিতে পাঠ্যপুস্তক দিবস পালন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এছাড়াও বার্ষিক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা মেধা তালিকায় বেশি নম্বর পেয়ে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করেছে সে সকল শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ তমাল হোসেন। প্রধান অতিথি বলেন, নতুন বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেছে শিক্ষার্থীরা। এর জন্য সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতবার ২০২১ ও ২০২২ সালে প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। করোনা অতিমারীর কারণে এই দুই বছর প্রতিবন্ধকতা থাকলেও এবার তা নেই। তাই ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবেই বই উৎসব পালন করা হলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার সিরাজগঞ্জ কাজী সলিম উল্লাহ, স্কুল পরিচালনা কমিটির গভনিং বোর্ডের সদস্য ও অভিভাবক মোঃ আসলাম উদ্দিন, কারী আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ হযরত আলী, মোঃ আরমান হোসেন,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান।