তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । আজ (৪ জানুয়ারী) বুধবার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিকেল ৩টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন, কেক কাটা ও বর্নাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা তিলু, আনোয়ার হোসেন মিল্টন, ওহায়েদ সাদিক কবির, মতো মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,আশিক জাবেদ, জাহিদ হাসান,আরিফিন শিমুল প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের এবং উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের নেতা-কর্মীসহ সকলের উপস্থিতিতে মুখরিত ছিল বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।