মোঃ- সাদ্দাম হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ-
প্রজ্ঞা সলিউশনের অর্থায়নে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার
বাস্তবায়নে ৩৭ জন কৃষকে বিনামূল্যে স্যার বীজ এবং ডিজিটাল
পি এইচ মিটার ওয়াটার সেলিনিটি মিটার ও সেটনেট সহ কৃষকদের মাঝে বিতরণ করা হয় বিতরনের পর জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃরিয়াদ হাসান, বাহাউদ্দীন জাকারিয়া ফিল্ড মাঠ পরিদর্শন করেন করেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক কি ভাবে মাঠে সবজি চাষ করবেন সেটাও মাঠে গিয়ে দেখিয়ে দেন
এসময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব ওসমান গনি এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ জে এস এস কে এস এর কর্মকর্তা
মোঃ মনির হোসেন মেহেদী প্রমুখ