মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার
২নং রামনারায়নপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বৈকুন্ঠপুরে, শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৩০মিনিটের সময় বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে বিএনপির কিছু ক্যাডারদের হামলায় ৩ জন এলাকাবাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এরপরে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএনপির ক্যাডারা পিচু হঠে ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে বলে জানা যায়।
এই বিষয়ে ২নং রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন জিন্নাহ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে কথা বলে জানা যায় প্রায় চৌদ্দ বছর বিএনপি নেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এলাকায় আসে নাই জনগণের সুখ দুঃখের খোজ খবর নেয় নাই তাই হঠাৎ তার আগমনকে কেন্দ্র জনগণের মাঝে বিরাজমান ক্ষোভ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।