হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিভিন্ন এলাকার হত দরিদ্র ও অস্বচ্ছল অসহায় শীতার্থদের মাঝে সেবা মুক্ত স্কাউট দলের উদ্যাগে ৬০০ শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৮ জানুয়ারি) সকাল ৭ টায় বেসরকারি টেলিভিশন যমুনা টিভি লাইভ এর মধ্যেদিয়ে আমেরিকা প্রবাসী বাংলাদেশের কৃতিসন্তানের সহযোগিতায় ও সেবা মুক্ত স্কাউট দলের আয়োজনে শহরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। সেবা মুক্ত স্কাউট রোভার দলের সভাপতি ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ম্যানেজার এম এম কামরুল হাসান প্রেসিডেন্ট রোভার স্কাউট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে কম্বল তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।
সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।
জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমি শুনেছি সেবা মুক্ত স্কাউট দল তারা বিভিন্ন সময়ে সমাজ সেবামূলক কাজ করে চলেছে। করোনা কালীন সময়ে থেকে শুরু করে সড়কে ডিভাইডার রং করা থেকে এরই ধারাবাহিকতায় আজকে শীর্তার্থদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। আগামীতে ও এরকম কার্যক্রম সেবা মুক্ত স্কাউট দল করবে বলে আমি আশা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা সরকার ছানোয়ার হোসেন ( এলটি), কালেক্টরেট স্কুলের ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহান, সেবা মুক্ত রোভার দলের ( আর এস এল) মোঃ আসলাম হোসেন, সেবা মুক্ত রোভার দলের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মোঃ হোসেন আলী( ছোট্র) প্রমূখ। এছাড়াও সেবা মুক্ত স্কাউট দলের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।