1. deb442784@gmail.com : Arpita Ded : Arpita Ded
  2. support@dailyhellobangladesh.com : dailyhellobangla :
  3. mdfarukhossain096@gmail.com : faruk faruk : faruk faruk
  4. faruksurjo79@gmail.com : farukahmed Ahmed : farukahmed Ahmed
  5. fojoluddin77@yahoo.com : MdFojluuddn Uddin : MdFojluuddn Uddin
  6. jssksngo@yahoo.com : Mist. Jahanara Jahanara : Mist. Jahanara Jahanara
  7. mafazzalali24@gmail.com : Mafazzal Ali : Mafazzal Ali
  8. somratmr71@gmail.com : Md somrat Md somrat : Md somrat Md somrat
সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত - দৈনিক হ্যালো বাংলাদেশ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

দৈনিক হ্যালো বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩১ বার পঠিত
  1. হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
    ” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” শিখবে শিশু হেসে খেলে শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাএ- ছাএীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ সদর ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকশিক্ষিকা বৃন্দের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহসিন রেজা এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশ কাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী।

অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী বলেন, ‘সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষাটাকে স্মার্ট হতে হবে। শিক্ষাটাকে স্মার্ট করতে আমাদের সকলকে শিক্ষামুখী হতে হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক বছর ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গববন্ধু কন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন,এবং শিক্ষানীতি করে দিয়েছেন।’স্বাধীন সার্বভৌম একটি দেশের উপযোগী করতে তাকে এগিয়ে নিয়ে যেতে, তার সব সম্ভাবনাকে বিকশিত করতে যে রকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, ঔপনিবেশিক শিক্ষা নয়, একটি সাধারণ দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য বঙ্গবন্ধুকন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ’পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সকলের উচিৎত প্রাথমিক বিদ্যালয় থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করা। এতে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ পাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন সিরাজগঞ্জ সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক হ্যালো বাংলাদেশ © গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY Daily Hello Bangladesh
Bengali BN English EN