আলী হোসেন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশর ন্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার(১১ ফেব্রুয়ারী) বিকাল ০৪ টায় ৮টি ইউনিয়নে বিএনপির আয়োজনে উপজেলার স্ব স্ব
ইউনিয়নের সমন্বয়ে এক পদযাত্রা বের করা হয়।
তুষভান্ডার ইউনিয়ন বিএনপির পদযাত্রা শেষ হয় উপজেলা জাতীয়তাবাদী এর কার্যালয়ে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনি সম্পাদক আবুল কামাম আজাত বাবু, কালীগঞ্জ উপজেলের ভবিষ্যৎ কান্ডারী ফারহান উদ্দিন পাশা সহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।