ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটে শিক্ষার্থীদের কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে হারাটি ইউনিয়ন মহেন্দ্রনগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ইনার হুইল ক্লাব অব গুলশান, ইনার হুইল ক্লাব অব মেট্টো পলিটন, ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট, ইনার হুইল ক্লাব অব ঢাকা পেরিমিনকেল, ইনার হুইল ক্লাব অব ঢাকা হাতির ঝিল ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট লায়লা সিদ্দিকা-এঁর সভাপতিত্বে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সদস্য তাজিন চৌধুরী, আজমেরী পারউইন লাবনী, মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য একেএম আলতাব হোসেন রিপন, মোঃ আজিজুল ইসলাম, সভাপতি আল আমিন হক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৯০জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।