ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ বুধবার ১৫ (ফেব্রুয়ারি) বিকেলে গত ১১ ফেব্রুয়ারি পূর্বের ঘটনার প্রেক্ষিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও একই সময়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠান হওয়ায় লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের উদ্ভুত পরিস্থিতি নিয়ে লালমনিরহাটের মিশনমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। তিনি বলেন, গত ১১ ফ্রেব্রুয়ারি আওয়ামী লীগ শান্তি সমাবেশের নাম করে হারাটি বন্দরে মঞ্চ তৈরি করে পরিকল্পিতভাবে মিছিল নিয়ে বুড়িরবাজারে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের উপর সশস্ত্র আক্রমন চালায়। সেখানে শতাধিক মটর সাইকেলে নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পুলিশ সুপার এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ ব্যাপক পুলিশের উপস্থিতিতে বিএনপি অফিস ভাংচুর এবং ব্যাপক লুটতরাজ করে। ওই ঘটনার প্রমাণ হিসেবে কয়েকটি ভিডিও ফুটেজে ল্যাপটপের মাধ্যমে পূর্বের সকল ঘটনাগুলো দেখানো হয় সাংবাদিকদের।
সংবাদ সম্মেলনে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।