হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক পুরস্কার বিতরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) জাহান আরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় নর্দান ফ্লাওয়ার মিলস লিঃ মাঠে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক পুরস্কার বিতরণ জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুনির আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, বার্ষিক পুরস্কার বিতরণ জিপিএ ৫ প্রাপ্ত ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে হাতে পুরস্কার হাতে তুলেদেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথি বলেন, প্রথমে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শিক্ষা জাতির মেরুদণ্ড তাই শিক্ষাক্ষেত্রে সরকার সফলতা লাভ করেছে এবং উন্নয়নমূলক রুপে রুপান্তরিত করেছে। দেশ আজ রোড মডেল।
আজকে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে আমি আশা করি তোমরা ভবিষ্যৎ এর চেয়ে আরো ভালো করবে। তাই লেখা পড়ার কোন বিকল্প নেই। মেধা অন্বেষণে সব সময় নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। আমাদের দেশকে সোনার বাংলা বা স্মার্ট বাংলাদেশ গড়ার উপযুক্ত নাগরিক তৈরি হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ সেলিম আহমেদ, জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক (একরাম) নর্দান ফ্লালয়ার মিলস লিঃ ব্যাবস্থাপনা পরিচাল মোঃ ইকবাল হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আলীম মন্ডল, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ কুমার গৌর, জেলা ছাএলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।