জাহানারা আক্তার সম্পাদক ঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাইয়ুবা তাবাচছুম তুলি একই শ্রেণীর ছাত্র তামিমের দ্বারা ইভটিজিংয়ের শিকার।
তুলির মা সাংবাদিকদের এক বক্তব্যে জানান দীর্ঘ ৪-৫ মাস যাবত তামীম তার বন্ধুদের নিয়ে প্রতিদিন স্কুলে বিরক্ত করে তুলিকে। তিনি আরো বলেন তামিম তার কিশোর গ্যাং বন্ধুদের নিয়ে তুলির বাড়ির সামনে গিয়েও প্রতিনিয়ত আড্ডা দেয় এবং বাজে বাজে কথা বলে অনেক শব্দ করে।
তামীম বিরক্ত করার বিষয়টি তুলি তার মায়ের কাছে প্রথম দিকেই ঘটনার কথা খুলে বলে । এমতাবস্থায় তুলির মা তামিমের মাকে বাসায় ডেকে নিয়ে ছেলেকে শাসানোর কথা বলে যাতে আর ভবিষ্যতে এরকম বিরক্ত না করে।
তুলির মা আরো জানান তামীম তুলিকে প্রেম পত্র সহ চকলেটো পাঠায় তার বন্ধুদের দিয়ে। তুলি প্রমাণ স্বরুপ সব তার মায়ের কাছে জমা দেয়। তুলির মা ঘটনার শুরুতে ধনকুন্ডা পপুলার হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে বিষয়টি জানিয়ে একটি সমাধান চেয়েছিল এবং তুলিকে স্কুল থেকে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করাতে চাইলে প্রধান শিক্ষক তুলিকে টিসি না দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোন সমাধান করেনি বলে দাবি তুলির মার।
তাছাড়া তুলির মা আরো বলেন ধনকুন্ডা পপুলার হাই স্কুলে অনেক অনিয়মও রয়েছে পড়াশোনার ক্ষেত্রে।
তুলির মা আরো জানান শিক্ষকদের দ্বিতীয় বার জানানো হলে কয়েক জন সহকারী শিক্ষকরা নাকি বলেন প্রেম পিরিতি স্কুলে হয়েই থাকে এসব কোন বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক নাকি বলেছেন তিনি যখন ক্লাসে ফোরে পড়তেন তখন তিনি ও প্রেম করেছিলেন।
অন্যদিকে তামিমের মার কাছে তার ছেলের বিরুদ্ধে তুলির মায়ের অভিযোগের কথা জানতে চাইলে তিনি স্বীকৃতি জ্ঞাপন করে বলেন। ঘটনা সত্য তিনি তার ছেলে কে বার বার বুঝাতে চেষ্টা করেছে কিন্তু তামীম তার মায়ের শাসনের তুয়াক্কা না করে একইরকম আচরণ করে আসছিল।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নিকট ঘটনা জানতে চেয়ে তিন বার ফোন করা হলেও তিনি রিসিভ করে কোন কথা না বলে ফোন কেটে দেন।