অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ
গতকাল ৭ই মার্চ সকাল ৯ টায় আদিতমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের নিয়ে ‘’বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি আয়োজন এবং পরিচালিত করেন গ্রীনভয়েস এর বহ্নিশিখা শাখাটি।এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ তাসনিম বিনতে নাসের সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আদিতমারী উপজেলা। এছাড়াও গত ০১-০৩-২০২৩ হতে ০৭-০৩-২০২৩ তারিখ সময় পর্যন্ত আদিতমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৭ দিনের বলীয়ান নারীদের আত্মরক্ষার কৌশল নিয়ে ট্রেনিং দেওয়া হয়।
একজন কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জ্ঞান বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও জীবন দক্ষতা তৈরী করার বিভিন্ন দিক কর্মশালায় তুলে ধরা হয়। বয়ঃসন্ধিকালীন সেবা নিশ্চিতের পাশাপাশি তাদের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো।
স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি ১ প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের মাঝে।উল্লেখ্য যে, গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন হচ্ছে বহ্নিশিখা। বহ্নিশিখা ১৫ জুন ২০২০ সাল থেকে সারাদেশে মেয়েদেরকে শারীরিক, মানসিক , সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার লক্ষ্যে দেশজুড়ে কাজ করে যাচ্ছে।
বহ্নিশিখার কর্মপরিধি ৭ টি ভাগে বিভক্ত – যার মধ্যে ‘পরসেবায় নারী’ একজন নারীর যেকোনো সমস্যায় পাশে থাকা এবং তাকে সাহস দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।বলীয়ান নারী গঠনে তারা অগ্রণী ভূমিকা রেখে চলছেন।সেবার প্রত্যয়ে সবার আগে- স্লোগানকে সামনে রেখে গত ৭ই মার্চ , ২০২৩ বহ্নিশিখা’র ”পরসেবায় নারী” আদিতমারী উপজেলা শাখা এই কার্যক্রম পরিচালনা করেন।