কি অপরূপা বেশে তোমাকে
করেছে সৃষ্টি বিধাতা
সত্যি তুমি পুরুষের জন্মে
দেখাও ধৈর্যের মমতা।
তুমি হলে দুনিয়ার নারী
তোমারই গর্ভে পুরুষ
পুরুষ যদি একথা ভুলে
সে পুরুষ অপুরুষ।
আমি পুরুষ নারীর শ্রদ্ধায়
যেন রই অটল
আজ আন্তর্জাতিক নারী দিবস
৮ মার্চ সফল হউক।
ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার (৮ মার্চ)আন্তর্জাতিক নারী দিবস। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’- হিসেবে পালন করছে।
সারাবিশ্বের মতো বাংলাদেশের লালমনিরহাটেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে । প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে এ আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
বুধবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রশিদা খাতুনের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা অ্যাডঃ সফুরা বেগম রুমি, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, মেয়র লালমনিরহাট পৌরসভা রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান, কামরুজ্জামান সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, বিশিষ্ট সমাজ সেবক ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশ বেতার (রংপুর) সিঙ্গার সালমা খাতুন লিপিসহ অন্যান্য শিল্পীবৃন্দ।