শাহিনুর ইসলাম শাহিন: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ৪র্থ পর্যায়ে ১৬৮ পাকা ঘড়,জমির দলিল ও নামজারির কপি হস্তান্তর করা হয়।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নত জীবন যাপনের নিশ্চয়তা প্রদান করেছেন। প্রধান মন্ত্রী ১৭ কোটি মানুষের কল্যাণে কাজ করছেন।
একসময়ের অচেনা বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। এসব পাকা বাড়িতে রয়েছে ২টি শয়ন কক্ষ বারান্দা রান্নাঘর ও শৌচাগার এছাড়াও সকল পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব মোঃ গোলাম রসুল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১ম পর্যায়ে ১৫০টি,২য় পর্যায়ে ২৫০টি, ৩য় পর্যায়ে ২২৫টি এবং আজ ৪র্থ পর্যায়ে ১৬৮ টিসহ মোট ৭৯৩ টি পরিবারে মধ্যে ঘড় ও জমির দলিল হস্তান্তর করা হয়।