হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় বাজারে স্টেশনে এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিজয় সৌধ” এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর শুভ সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:মোঃ হাবিবের মিলাত মুন্না, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার, পিপিএম বার ,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, স্থানীয় সরকার উপপরিচালক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রায়হান কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় সৌধে পুস্পস্তবক অর্পন করেন।