হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতি বৎসরের ন্যায় মাহে রমজানুল মোবারক উপলক্ষে অস্বচ্ছল মানুষদের মাঝে প্রতিদিনের রোযাদার ব্যাক্তিদের মাঝে ইফতারী বিতরণ এবং অসহায় ও দুস্থদের মাঝে ২০ রমজান থেকে ঈদ সামগ্রী বিতরণ করবে সেবা মুক্ত স্কাউট গ্রুপ।
বুধবার ( ২৯ মার্চ ২০২৩) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার এস এস রোডস্থ মুসলিম সুইটস এন্ড দই ঘর এর সামনে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী বাংলাদেশি কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় ২০০ শত রোযাদার মানুষের হাতে ইফতারী প্যাকেট হাত তুলে দেন সেবা মুক্ত স্কাউট গ্রপের সভাপতি ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ম্যানেজার পি আর এস এম. এম. কামরুল হাসান।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক সিরাজগঞ্জ ও পাবনা জেলা মোহাম্মদ আবু সাঈদ, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের আর. এস. এল অধ্যাপক মোঃ আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ আশিকুর রহমান, ( আশিক) রোভার মেট মোঃ নাজমুল হোসাইন, মোঃ সিফাত হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ পারভেজ, মোঃ রাজু সেখ, মোঃ শামস ইবনে মহসিন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মোঃ হোসেন আলী ( ছোট্ট)
উল্লেখ্য সেবা মুক্ত স্কাউট গ্রপটি বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে বন্যা সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাএ – ছাএীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে। এবং শহর রাস্তা সৌন্দর্য বর্ধন করনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি।