ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক মন্ডলীভোগ এলাকার লায়েক হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ নিরপরাধ ব্যক্তিদেরকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। (গত ৪ এপ্রিল) মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার প্রথম মেয়র আব্দুল ওয়াহিদ মজনু।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক গ্রুপের নেতা-কর্মীরা। লায়েক হত্যায় ষড়যন্ত্রমুলক ভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নিরাপরাধ লোকজনকে জড়ানো এবং সম্প্রতিক মানববন্ধনে এমপি মুহিবুর রহমান মানিক জড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসা মুলক মানহানিকর মিথা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তব্যে বলা হয়, ঘটনার ৩ দিন পর নিহত লায়েকের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় যে মামলা দায়ের করেছেন তাতে সত্য ঘটনাকে আড়াল করে এমনকি মূল অভিযুক্তের সাথে এমপি মুহিবুর রহমান মানিক এর ভ্রাতুষ্পুত্র ইশতিয়াক রহমান তানভীর, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক পরপর ৫ বার নির্বাচিত কাউন্সিলার ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সাদমান মাহমুদ সানী, বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিনসহ কতিপয় নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা বয়ানে আসামী করায় ছাতক-দোয়ারাবাজারের বিবেকবান সকল মানুষকে হতবাক করেছেন। সংবাদ সম্মেলনে এই হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে নিরপরাধ এসব রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গ্রামবাসীকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ারও জোর দাবী জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন।দোয়ারা বাজার উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী (বীরপ্রতীক), ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু, জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক, ছাতক পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক চান মিয়া চৌধুরী, , ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায় সৈয়দ আহমদ, আবু সাদাত মো. লাহিন মিয়া ও এড. আশিক আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তুতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।