হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
‘কর্ম , ঐক্য, প্রগতি ” বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগের মুলনীতি’ উপরোক্ত স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ মে,২০২৩) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টি.এম আবু হানিফ মাইনুর তালুকদারের সঞ্চালনায় আয়োজিত নবগঠিত ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কার্যনিবাহী কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, মুক্তিযেদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, আব্দুস সাত্তার শিকদার, নাসিরুদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল এহসান, জেলা আওয়ামী মৎসজীবীলীগের সহ-সভাপতি সফর আলী শেখ, সুরুজ জামাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস শেখ, রেজাউল ইসলাম খোকা তালুকদার, খোকন ব্যাপারী, সেলিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম,আয়শা নাসরিন এ্যামেলী প্রমূখ উপস্থিত ছিলেন।