ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক
ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব শামীম আহমেদ। মঙ্গলবার (৯ মে) সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ পরিষদের সকলের সাথে সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা প্রশাসক ধূরইল ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন। এছাড়াও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহব্বতপুর উচ্চ বিদ্যালয় সহ মোহনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও আগামী দিনে উন্নয়নমুলক কার্যক্রমে অধিক গুরুত্ব দেয়ার পরামর্শ প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্ জোহুরা, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা, মোহনপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণেরা ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে তিনি উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা আদিবাসী পল্লীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।