ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বিকাল ৩ ঘটিকায় হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির আয়োজনে আব্দুর রহিম ও সাংবাদিক এইচ এম খালেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজ উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫- আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দীন, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক হোসাইন মো: মহসিন।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, আরশ আলী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আজাদ মিয়া, সদর মিয়া, সাইফ উদ্দীন, সুরঞ্জিৎ দাস সহ আরও প্রমূখ।
ছাতক দোয়ারবাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই অবহেলিত ইউনিয়ন কালারুকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যে ইউনিয়নে কোন স্কুল ছিল না, সেই ইউনিয়নে বর্তমানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধু এই ইউনিয়নে নয় পুরো দেশ জুড়ে উন্নয়নের জোয়ার তুলেছে । এসময় তিনি এই প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির বিষয়ে এলাকার লোকজনকে আশ্বাস দিয়েছেন।