লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মো:খবির হোসেন মাদক নিয়ে যে নিউজ টা হয়েছিল সেটি ৫বছর আগের ছবি।
নিউজ টা কয়েকটা অনলাইন পত্রিকায় প্রকাশ হয়েছিল সেই নিউজ টা ভিক্তিহীন।
মো:খবির হোসেন জানান আমি কৃষি কাজ গালামালের দোকান করি,
আমার বাসায় ককয়েকদিন আগে এক সাংবাদিক আসে।
আমার কাছে চাদা চায় আমি নাকি মাদক দ্রব্য খাই ও ব্যবসা করি।
আমি চাঁদা দিতে অসীকার করলে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করে।
ও আমার ৫বছর আগের ছবি এডিটিং করে প্রচার করতেছে।
আমি এর তদন্ত সাপেক্ষে বিচার চাই।