দআজ আনুমানিক সকাল ১২ঃ০০ ঘটিকায় অত্র ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জোড়াপুকুর নামক স্থানের সানিয়াজান নদীতে কলার ভেলায় ভাসতে থাকে তিনজন যুবক। একপর্যায়ে তারা ২ কি.মি. দক্ষিণে নাওহাটা মোতাহার হোসেন বাজারের নিকট পৌঁছাতে, কচুরিপানার সঙ্গে লেগে ভেলাটি তলিয়ে যাওয়ার উপক্রম হলে তিনজনেই লাফ দেয় ভেলা থেকে, দুজন কচুরিপানার উপরে উঠতে সক্ষম হলেও একজন আকটে পড়ে কচুরিপানার তলায়, পরবর্তীতে হাতীবান্ধা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার কাজে ব্যর্থ হলে অভিজ্ঞ দুজন ডুবুরি সন্ধ্যা ৬ঃ০০ তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায় মৃত যুবকের নাম মোঃ রাজু মিয়া (১৭), সে উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো নুর ইসলামের ২য় পুত্র । রাজু মিয়া গত এপ্রিল মাসে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় রমনীগন্জ উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করেছিল বলে জানা যায়