এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জুন) শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মন্দির কমিটির নেতৃবৃন্দ উল্টোরথযাত্রা পরিদর্শন করেন।উল্টোরথ শোভাযাত্রা এলাকা বিভিন্ন স্থান প্রদক্ষিন করে নিজ মন্দিরে ফিরে যায়।
উল্টো রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী কালিদাশ মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী. নারায়ন, শাহাগোলা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত বাদল, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুৃরী,সুপবিত্র ঘোষ, প্রমূখ।
উল্টো রথযাত্রা শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়।