ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটে পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এম.টি হোসেন ইনস্টিটিউট ফুটবল খেলার মাঠে সন্মানিত অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন ৭নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব পাটোয়ারী, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ হয়।
ফাইনাল ম্যাচ উপলক্ষে লালমনিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর, বলেন, শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
ফাইনাল খেলায় উপস্থিতি অতিথিরা বলেন,‘শিশুদের খেলাধুলায় আকৃষ্ট করার জন্য প্রতিটি খেলার মাঠে এই ধরনের খেলাধুলা বেশি বেশি প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মরহুম মুসফিক একাদশ ২-০ গোলে পরাজিত করে মরহুম শহিদুল স্মৃতি একাদশকে। চ্যাম্পিয়ন হয় মুসফিক একাদশ। এর আগে ৬ দলের অংশগ্রহণে খেলাটি শুরু হয়েছিল (৯জুন)২০২৩ বিকেলে।