মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তরুণ উদ্যমী সাহসী কলম সৈনিক দৈনিক কলবেলার গজারিয়া প্রতিনিধি এবং গজারিয়া প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আফরানের জন্মদিন উদযাপন করে গজারিয়ার কর্তব্যরত সংবাদিকবৃন্দ এবং গজারিয়া প্রেসক্লাব। গত রবিবার বিকেল ৪টায় গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সে সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদকও দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক ও দেশ রুপান্তের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সভ্যতার আলো,কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকা ও একাত্তর টিভির গজারিয়া প্রতিনিধি সায়মন শাহাদাত,দৈনিক একুশে সংবাদ ও দেশবাংলা পত্রিকার গজারিয়া প্রতিনিধি মোঃখায়রুল ইসলাম হৃদয়,দৈনিক তৃতীয়মাত্রার গজারিয়া প্রতিনিধি সৈয়দ শাকিল,দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া প্রতিনিধি সাগর সরকার,দৈনিক ভোরের সময়ের গজারিয়া প্রতিনিধি আমজাদ হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গজারিয়া প্রতিনিধি ওসমান,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদ প্রমূখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তব্যে জানান ,সাংবাদিক হচ্ছে জাতীয় আয়না তাই গণমাধ্যম কে মূলধারায় রাখতে সুশিক্ষিত বিচক্ষণ মেধাবীদের এ পেশায় আশা প্রয়োজন।তেমনই একজন শিক্ষিত সাহসী কলম সৈনিক আজ যার জন্মদিন সাইদ হাসান আফরান। আমি মনে করি আমাদের গজারিয়া প্রেসক্লাবের সকল সাংবাদ কর্মী উদ্যমী এবং সাহসী কলম সৈনিক। তাই সকলকে অবশ্যই সঠিক তথ্য ও উপাত্তের সমষ্টির উপর ভিত্তিতে নিউজ বা প্রতিবেদন করতে হবে ।তাহলে সাংবাদিকরা সঠিক মূলায়িত হব।
যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ বক্তব্য জানান,প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আফরান এর জন্মদিন উদযাপন করা হয়েছে।সাইদ একজন তরুণ সাহসী কলম সৈনিক তার ভবিষ্যত জীবনে আরো সফলতার সাথে এগিয়ে যাক এ প্রত্যাশা করি।
এ সময় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আফরান জানান আমার জন্ম পালন উপলক্ষে আমার গজারিয়া প্রেসক্লাব সকল সদস্য এক সাথে হয়েছি এবং আমার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন সকলকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে।