সাকিব হোসেন, টাঙ্গাইলঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করেন। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহানুর রহমান সোহান সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । এসময় আরো বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বেল্লাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইলিয়াস হাসান, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।