ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে গ্রাম বাংলা শিল্পী গোষ্ঠীর ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার (১০ জুলাই) আনোয়ার হোসেন (বাচ্চু)’র সভাপতিত্বে, রফিকুল ইসলাম এর সঞ্চালানয় ও সুরক্ষা ডায়াগষ্টিক সেন্টার এর সৌজন্যে পূর্বসাপটানায়, গ্রাম বাংলা বাউল শিল্পী গোষ্ঠীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা,সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারের স্বাগত বক্তব্যে।
উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি, কথাসাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু, বাংলাদেশ আওয়ামী-লীগ লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (বিলু), বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন এর লালমনিরহাট শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সূর্য, এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ হাসান আলী,
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যবৃন্দরা।