কিছু অনলাইন পত্রিকায় গত ১১ জুলাই ‘পল্লী চিকিৎসক হয়ে পরিচয় দেন ডাক্তার, কে এই ইসমোত আরা?
’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পল্লী চিকিৎসক(গ্রাম ডাক্তার) ইসমোত আরা তিনি বলেন, তার সম্পর্কে প্রকাশিত তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তবে গত বছরের ভুল করা ব্যানারে ডাঃ লিখা হয় ভুল ধরা পরার সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া হয় ঠিক তখনি গত বছরের শীতের পোশাক পরা ছবি দিয়ে হয়তোবা কিছু দুষ্কৃতিকারী ছবিটি সংগ্রহ করে এবং মান সম্মানের ক্ষতি ও সমাজের কাছে ছোট বা হেয় করার উদ্দেশ্য নিয়ে বেশ কিছু অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে তারা।
প্রতিবেদকের বক্তব্য : নিউজের প্রকাশিত ছবিটি গত বছর তোলা হয়েছিল সরেজমিনে গিয়ে দেখা যায় ওখানে কোন ব্যানার নেই । ইসমোত আরা কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমার বিষয়ে থানায় অথবা ফাঁড়িতে কারো কোন অভিযোগ করা নেই।এই বিষয়ে প্রকাশিত সংবাদে উল্লেখিত মুক্তিযোদ্ধারা জানান ইসমোত আরা সম্পর্কে আমাদের নাতনি হয় তার টিকটক বিষয়টা শুধু মজা করেছে নাতনির ভিডিও টি এডিট করে সাংবাদিকদের দিয়ে করানো হয়েছে আমাদের কাছে কোন সাংবাদিক ফোন না দিয়ে জিজ্ঞাসাবাদ না করেই অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ন ভাবে উদ্দেশ্য প্রবন ভাবে প্রকাশ করা হয়েছে আমারা ঐ প্রকাশিত সংবাদের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।