তটাঙ্গাইলের নাগরপুরে যমুনা গ্রæপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবনা পাড়া মোহাম্মাদিয়া হাফিজিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় যুগান্তরের নাগরপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহ্তামিম মাও. মো. নুরুল ইসলাম। এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া, কেন্দ্রীয় আলীম মাদ্রাসার সুপার মাও. আব্দুস সালাম আনছারী, পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরশাদ হোসেন , দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক স্বাধীন বাংলার উপজেলা প্রতিনিধি রিপন খান রবিনসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।