গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নের সাবেক জামালপুর গ্রামে বিয়ে করলেও পুত্রবধূ হিসেবে মেনে নিচ্ছে না শ্বশুর-শ্বাশুরী। পিটিয়ে বের করে দিলে বাড়ির উঠানে দিনভর অবস্থান করছে বিপন্ন রানী নামের এক গৃহবধূ। সেখানেও মারধরের শিকার হয়ে বাঁচার জন্য অবশেষে ৯৯৯ ফোন দেয় বিপন্ন রানী। তবে সন্ধ্যা ঘনিয়ে গেলেও পাইনি পুলিশের সহায়তা।
এ গ্রামের মতিলাল চন্দ্রের ছেলে দেবাসিষ চন্দ্র বিয়ে করেন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত বনমালীর মেয়ে বিপন্ন রানীকে।
এ বিয়ের কিছুদিন পর যোগাযোগ বন্ধ রাখে স্বামী দেবাসিষ। এরই একপর্যায়ে এই স্বামীর ডাকে আজ শ্বশুর বাড়িতে ছুটে আসে বিপন্ন রানী। এরই মধ্যে ছেলেকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে বিপন্ন রানীর উপর মানসিক ও শারিরীক নির্যাতন করে শ্বশুর মতিলাল ও শাশুরী সাধনা রাণী। এরপর থেকে স্বামীর অপেক্ষায় এই বাড়ির উঠানে অবস্থান করছে বিপন্ন রানী।