যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর(৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত বাসুদেব খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের বিজয়কৃষ্ণ সুরের ছেলে এবং নওয়াপাড়া বাজারের বিশিষ্ট মোবাইল ফোন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে বাসুদেব সুর মোটরসাইকেলে করে ডাক্তার দেখাতে নওয়াপাড়ায় যাচ্ছিলেন। সকাল অনুমানিক সাড়ে সাতটা দিকে তিনি উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে পৌঁছান। রেলক্রসিংয়ে কোনো গেট এবং গেটম্যান না থাকায় তিনি মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাসুদেব সুরের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার অনুপ কুমার মণ্ডল বলেন, উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংটি অবৈধ। রেলক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। আজ সকালে দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন।
যশোর রেলওয়ে পুলিশ(জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) মোল্যা মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক বাসুদেব সুর মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।