ছাতক প্রতিনিধিঃ
ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার আসামি ইশতিয়াক রহমান তানভীর জামিনে মুক্তি লাভ করেছেন। ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী,পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য,এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইশতিয়াক রহমান তানভীর ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের পুত্র ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজা।
দীর্ঘ আড়াই মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেছেন। এর আগে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন ইশতিয়াক রহমান তানভীর। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিনি সুনামগঞ্জ জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সোমবার (২৪ জুলাই) সুনামগঞ্জ জজ আদালতে জামিন প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন শুনানি শেষে ইশতিয়াক রহমান তানভীরের জামিন মঞ্জুর করেন। তাঁর জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট রবিউল লেইস রোকেশ ও এডভোকেট আলম উদ্দিন।