1. deb442784@gmail.com : Arpita Ded : Arpita Ded
  2. support@dailyhellobangladesh.com : dailyhellobangla :
  3. mdfarukhossain096@gmail.com : faruk faruk : faruk faruk
  4. faruksurjo79@gmail.com : farukahmed Ahmed : farukahmed Ahmed
  5. fojoluddin77@yahoo.com : MdFojluuddn Uddin : MdFojluuddn Uddin
  6. jssksngo@yahoo.com : Mist. Jahanara Jahanara : Mist. Jahanara Jahanara
  7. mafazzalali24@gmail.com : Mafazzal Ali : Mafazzal Ali
  8. somratmr71@gmail.com : Md somrat Md somrat : Md somrat Md somrat
কালীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা - দৈনিক হ্যালো বাংলাদেশ
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

কালীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

দৈনিক হ্যালো বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র‌্যালী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই মতবিনিময় সভা করা হয়।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

র‌্যালী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনাব নুরুজ্জামান আহম্মেদ মাননীয় মন্ত্রী সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রণালয়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করতে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বক্তব্য রাখেনজনাব সাইয়েদুল মোফাচ্ছালীন কালীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালীগঞ্জ, লালমনিরহাট। ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনাও তুলে ধরেন তিনি।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা ও মাইকিং, শোভাযাত্রা, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক হ্যালো বাংলাদেশ © গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY Daily Hello Bangladesh
Bengali BN English EN